৩৫ বিলিয়ন ডলারে সফটওয়্যার ফার্ম অ্যানসিস কিনছে সিনোপসিস
চিপ ডিজাইন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সিনোপসিস ৩৫ বিলিয়ন ডলারের নগদ এবং স্টক চুক্তিতে ইঞ্জিনিয়ারি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যানসিসকে কেনার ঘোষণা দিয়েছে। খবর রয়টার্স।
অ্যানসিস নোভাক জোকোভিচের মতো খেলোয়াড়দের টেনিস র্যাকেট থেকে শুরু করে বিমান তৈরিতে তাদের সফটওয়্যার সরবরাহ করে আসছে।
চিপমেকার ব্রডকম গত নভেম্বরে ৬৯ বিলিয়ন ডলারের চুক্তিতে সফটওয়্যার নির্মাতা ভিএমওয়্যার অধিগ্রহণের পরে প্রযুক্তি খাতে এই লেনদেনটি হবে সবচেয়ে বড় অধিগ্রহণ।
ডিবিটেক/বিএমটি







